চট্টগ্রামের উন্নয়নে সেবা সংস্থা গুলোর সমন্বয় জরুরী

চট্টগ্রাম প্রতিনিধিঃ মোহাম্মদ সিরাজুল মনির ,
নগর সেবা সংস্থা গুলোর সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এক সংস্থা আরেক সংস্থাকে দোষারোপ করা থেকে যতক্ষণ বের হতে পারবে না ততক্ষণ নাগরিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না নগরবাসীকে। বিশেষ করে চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত নাগরিকদের সেবা নিশ্চিত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন সহ আরো কয়েকটি সেবা সংস্থা এই সংস্থাগুলো এখনো পর্যন্ত নগরের কোন কাজে ঐক্যমত পোষণ করতে পারেনি। নগরবাসীদের অভিযোগ যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে দোষারোপ করা থেকে বের হয়ে আসতে পারবে না ততক্ষণ সকল কাজে বাধা সৃষ্টি হবে।
চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা গুলো চিহ্নিত করে তারা সুষ্ঠু সমাধানের জন্য এসব সংস্থা কাজ করে থাকে সব সময়। নগরীর কিছু সড়ক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং কিছু সড়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে দেখভাল হয়ে থাকে এর মধ্যে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ জড়িত রয়েছে। সরকারি সংস্থা এবং আধা সরকারি সংস্থা গুলো সকল কাজের সমন্বয় করার পাশাপাশি বিভিন্ন কাজের জন্য সরকার হতে গৃহীত প্রকল্প গুলো সমন্বয় করে। নগরীর জলাবদ্ধতা নিরশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ একসাথে কিছু প্রকল্প বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে। কিন্তু এ প্রকল্প গুলোর কাজ সঠিক সমন্বয়ের অভাবে নির্ধারিত সময় শেষ করা যাচ্ছে না শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে।
এই সংস্থা সভার আয়োজন করলে অন্য সংস্থার কর্মকর্তাগুলো সঠিকভাবে মিটিংয়ে হাজির হয় না এতে সমন্বয়হীনতা সব সময় থেকে যায়। মিটিং এর সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে উপস্থিত হওয়া জরুরি কিন্তু কর্মকর্তারা উপস্থিত না হওয়ার কারণে সময় মতো সিদ্ধান্তগুলো কার্যকর হয়ে ওঠে না। এতে একে অপরকে দোষ দেওয়ার প্রবণতা বরাবর থেকে যায়।
নগর পরিকল্পনাবিদরা তাদের পরিকল্পনা প্রণয়নে সঠিকভাবে এগোতে পারে না সেবা সংস্থাগুলোর প্রধানদের অসহযোগিতার কারণে। এমনিতে বিভিন্ন সভায় দায়িত্ব প্রাপ্ত সেবা সংস্থাগুলোর প্রধানরা অনেক বড় বড় কথা বলতে শোনা যায় কিন্তু বাস্তবে তা সম্পাদন করতে দেখা যায় না। এ নিয়ে জনসাধারণের ক্ষোভ সব সময় থাকে। জনসাধারণের অভিমত এরা দায়িত্ব পাওয়ার পরে অনেক বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে তার কোন বাস্তবায়ন হয় না।
চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়নে যদি প্রশাসন গুলো একে অপরের সমন্বয়ে কাজ করে তাহলে নগরীর কোন ধরনের সমস্যা থাকে না। চট্টগ্রামে বিশেষ করে যেসব সেবা সংস্থার সমন্বয় জরুরি তা হলো চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সড়ক ও জনপথ কর্তৃপক্ষ স্থানীয় সরকার কর্তৃপক্ষ চট্টগ্রাম ওয়াসা গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এসব কর্তৃপক্ষের সমন্বয়ে যদি চট্টগ্রামের উন্নয়নের সকল প্রকার কর্মকান্ড পরিচালিত হয় তাহলে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে।