ছাত্রদল করার কারনে
জুলাই আহতদের তালিকাভুক্ত করা হয়নি মেহেরপুরের হিমেলকে

গত ২৪ জুলাই ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রলয় ২ ধাপে জুলাই আহতদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। সেই গেজেটের কোথাও নাই মোঃ হুমায়ন কবির হিমেল এর নাম।
গতবছর জুলাই-আগস্ট মাস ধরে চলা আন্দলন চলাকালীন বিভিন্ন পয়েন্টে আন্দোলন করেছেন এবং সামনের সারি থেকে আন্দলনের নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল শাখার সদস্য সচিব মোঃ হুমায়ন কবির হিমেল।
গত বছরের জুলাই মাসে ১৬ জুলাইয়ে গাবতলি বাসস্ট্যান্ড সংলগ্ন ইউরোপীয়ান ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সামনের সারিতে পুলিশের সাথে ধস্তাধস্তি করতে দেখা গেছে হিমেলকে।
১৯ জুলাই মহাখালী আমতলীতে আন্দোলন এর নেতৃত্ব দেন এই ছাত্রদল নেতা হিমেল, সেই দিন আন্দোলনে পুলিশ, আওয়ামী লীগকে প্রতিহত করতে তার সর্বচ্চ ভুমিকা দেখা গেছে।
২১ জুলাই আমতলিতে মিছিল করার সময় পুলিশ আওয়ামী লীগের হামলাতে গুরুতর আহত হয়ে টুঙ্গির এক বেসরকারি হাসপালে চিকিৎসা নিয়ে গ্রেফতার এড়াতে তার বন্ধুর বাসায় আত্মগোপনে চলে জান।
দৈনিক বাংলার চিত্র’কে- মোঃ হুমায়ন কবির হিমেল বলেন, জুলাইয়ের দিনগুলি এতো সহজ ছিলো না, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট ২০২৪ সবাই যখন বিজয় উদযাপন করছে তখনো আমি বিছানাতে ব্যাথায় কাৎরাচ্ছি, আজ বড় দুঃখের সাথে বলতে হচ্ছে কোন দেশের জন্য রাজপথে আন্দলন করেছি। যে আন্দোলন করার জন্য আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়, যে আন্দোলন করে হামলাই আহত হতে হয়, আজ সেই দেশের আহতদের তালিকাতে আমাকে অন্তর্ভুক্ত করা হয় না।
মেহেরপুরের সম্মানিত ইউএনও মহাদয় কাজী নাজিব হাসান স্যার আহত দের তদন্ত করেন এবং তিনি প্রায় ২ ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসা করেন, এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করেছিলেন, আমি কোনো রাজনীতির সাথে জরিতো কি না? আমি বলি ছাত্রদলের রাজনীতির সাথে জরিতো এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, হয়তো এই কথাটাই আমার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার মূল কারণ।
তার পরে মেহেরপুর সিভিল সার্জেন্ট অফিস, মেহেরপুর থানা, ঢাকার বনানীতে পুলিশের ইস্পেশাল ব্যাঞ্জ সহ অনেক তদন্ত সংস্থা এই বিষয়ে তদন্ত করেছেন, সবার সাথে আমার কথা হয়েছে এবং তদন্ত সহয়তাে জন্য সকল কাগজপত্র সরবারহ করেছি। কিন্তু আমারই নাম তালিকা ভুক্ত হলো না,
একটু হাটলেই পা এর ব্যাথা শুরু হয়, তারপরেও গেজেটে তালিকাভুক্ত করলেই কি আর না করলেই কি, দেশের প্রয়জনে বা দেশের মানুষের প্রয়জনে আবারও রাজপথে নামতে দিধাবোধ করবো না ইনশাআল্লাহ্।